ক্রি*কেট মাঠ গড়িয়ে বিশ্বব্যাপী টক অব দ্যা গসিপে এখন সাকিব আল হাসান ইস্যু। অগণিত ক্রি*কেটপ্রেমীদের বাইরেও এই নিয়ে আবে*গঘন ও বি*ষাদের ছায়া লেগেছে চারিদিকে। তারকাজগতও এর বাইরে নয়। অনেকেই মন খারাপ করেছেন। কেউ ঘুরে ফিরে একই আলোচনা যেমন করছেন তেমনি দিচ্ছেন ফেসবুক স্ট্যাটাসও। তাদেরই একজন বাংলাদেশের জনপ্রিয় নায়ক, প্রযোজক শাকিব খান। তিনি তার স্ট্যাটাসে আশাবাদ ব্যক্ত করেছেন সাকিব আল হাসান শক্তি-শালী প্র্যাকটিসের মধ্যে দিয়ে আবারও ফিরে আসবেন। নিজের খারাপ লাগা উল্লেখ করে তিনি সাকিব আল হাসানকে উৎসাহও দিয়েছেন। আঠারো ঘণ্টা(রিপোর্টটি লেখার) আগে এই নায়ক তার ফেসবুক ভেরিফায়েড পেইজে যে স্ট্যাটাসটি দিয়েছেন তা পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো- বিশ্বসেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান এক বছর খেলতে পারবে না, ভাবতেই যেন কেমন লাগছে। তবে মানসিকভাবে শক্তিশালী সাকিব প্র্যাকটিসের মধ্য দিয়ে নিজেকে আরও ভালোভাবে তৈরি করে মাঠে ফিরবেন, এটাই আশাবাদ। সাকিবের মতো বিশ্বমানের একজন খেলোয়াড় খেলা থেকে দূরে থাকবেন, এটা নি:সন্দেহে ভীষণ ক*ষ্টের। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম আশার আলো সাকিবের এই ক*ষ্টের সময়ে আমাদের উচিত আরও বেশি ভালোবাসা দেখানো। সবার ভালোবাসায় বিশ্ব ক্রিকেটের বিস্ময় সাকিব ফিরবেন স্বমহিমায়। সাকিব আল হাসান আমার কাছে এক গর্বের নাম। সে যেমন ভালো খেলোয়াড়, তেমনি পরিশ্রমী— ক্রি*কেটে তার অর্জনে প্রতিনিয়ত আমরা গর্বিত।