বাংলাদেশে যখন পেঁয়াজ কিনতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে তখন পাশের রাষ্ট্র ভারতে পেঁয়াজ দামই পাচ্ছেন না বিক্রেতারা। ন্যায্য মুল্য না পাওয়ায় তারা সরকারের উপর ক্ষো * ভও প্রকাশ করছেন। বাংলাদেশের কাঁচা বাজারে পেঁয়াজ প্রতি কেজি ১৪৫ থেকে ১৬০ টাকা করে বিক্রি হচ্ছে, আর সেখানে ভারতের কেজিপ্রতি পণ্যটি ৬ থেকে ১০ রুপিতে বিক্রি হচ্ছে। বাংলাদেশি টাকায় কিনা ১২ টাকা কেজিরও কম এই দাম। এমনকি ভারতের অনলাইন মার্কেটেও পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০/১২ টাকা কেজিতে। ক্রেতারা বলছেন, এত কমদামে এর আগে কখনও পেঁয়াজ বিক্রি হয়নি ভারতে। এটিই ভারতে সর্বনিম্ন দর। পেঁয়াজের এমন দরপতনের জন্য সম্প্রতি চলমান পেঁয়াজ রফতানি নিষে*ধাজ্ঞাকে দু*ষছেন তারা। পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবিও জানিয়েছেন দেশটির কৃষকরা। উল্লেখ্য, এ বছরের ২৯ সেপ্টেম্বর এক আদেশে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এর পর থেকেই বাংলাদেশে পণ্যটির দাম দফায় দফায় বাড়তে থাকে। নিম্নমধ্যবিত্তদের ক্রয় সাধ্যের বাইরে চলে যায়। দেশে দিনদিন পেঁয়াজের ঝাঁজ বেড়েই চলেছে। থামার যেন লক্ষণই নেই।