টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ১০০০তম ম্যাচ বলে কথা। ২০০৫ সালে শুরু হওয়া আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ক্ষুদ্রতম সংস্করণের হাজারতম ম্যাচটি খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। আর এই সুযোগকে আরও ঐতিহাসিক করে রাখার সুযোগও হাতছাড়া হয়নি টাইগারদের। মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদরা সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো ভারতকে হারিয়েছে বাংলাদেশ। এই যখন অবাক করা খুশির খবর তখন ভারতের গণমাধ্যম আনন্দবাজার একটি প্রতিবেদন করেছে তাচ্ছিল্যের ভাষায়।আনন্দবাজার বলছে “এই ম্যাচ আর পাঁচটা ম্যাচের মতো ছিল না বাংলাদেশের কাছে। ভারত সফরে আসার আগে চূড়ান্ত ডামাডোলে ডুবে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট। শাকিব আল হাসানের মতো ক্রিকেটারকে শা’স্তির কো*পে হারানো। তামিম ইকবাল বা বিশ্বকাপে ভাল খেলা মহম্মদ সইফুদ্দিনের শেষ মুহূর্তে না আসা। মুশফিকুর রহিম বা মাহমুদুল্লা ছাড়া বড় নাম আর কোথায়! তার উপরে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত-বাংলাদেশের রেকর্ডটার দিকে চোখ রাখুন। এর আগে আটটা ম্যাচ খেলে আটটাতেই বাংলাদেশকে হারিয়েছিল ভারত। এই প্রথম প্রতিবেশী দেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে জিতল বাংলাদেশ। এ রকম একটা ভাঙাচোরা দল নিয়ে এসে বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচে হারিয়ে দিয়ে গেল এমন একটা দেশকে, যেখানে আইপিএলের হাত ধরে টি-টোয়েন্টি ক্রিকেটের বিপ্লব ঘটেছে বলা যায়। দু’দলেই বেশ কয়েক জন অনভিজ্ঞ ক্রিকেটার ছিল। বিশেষ করে বোলিংয়ে। সেখানে দাঁড়িয়ে বাজিমাত করল বাংলাদেশই”।
ঠিক এমনভাবেই তারা তাদের প্রতিবেদনটা শুরু করেছে। তবে যেটাই করুক ক্রিকেট বিশ্বে যখন সাকিব প্রসঙ্গে নানান আলোচনায় মেতে আছে তখন কালকের জয়টা নিশ্চয় টাইগারদের দক্ষতা নতুন করেও ভাবিয়েছে সবাইকে এটা হলফ করেই বলা যায়।