প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ এবং জিনাতের মধ্যে প্রেম নিয়ে নানা আলোচনা ছিল। তারা সেসময় বিয়ে করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। সম্প্রতি কালের কণ্ঠকে দেয়া এক সাক্ষাতকারে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেছেন, এইচ এম এরশাদের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়। স্বর্ণ চোরাচালান মামলায় বিদেশি আসামিদের আইনজীবী ছিলাম আমি। বিচার হয় নাজিমউদ্দিন রোডে পুরনো কারাগারের পাশের লাল ভবনে। সেখানে এরশাদ সাহেবের সঙ্গে প্রায়ই দেখা হতো। তিনি তখন কারাবন্দি। এরপর তাঁর আরো কিছু মামলায় লড়েছি। তাঁর সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ ছিল। একদিন এরশাদ ও জিনাত মোশাররফ আমার বাসায় এলেন। তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন। কাজিও ঠিক করে ফেলেছেন। তাঁরা দুজনই খুব আবেগপ্রবণ। পরবর্তীকালে এ নিয়ে এরশাদ ও জিনাত মোশাররফের সঙ্গে আমার আলাদা আলাদা কথা হলো। একদিন এরশাদকে সাগরিকা সিনেমাটি দেখতে বললাম। ওই সিনেমায় কী আছে তিনি জানতে চাইলেন। বললাম, সেখানে একটি ডায়ালগ আছে, ভালোবাসা হচ্ছে বিয়ের সূর্যোদয়। আর বিয়ে হচ্ছে ভালোবাসার সূর্যাস্ত। এ কথা শুনে তিনি খুব হাসলেন। জিনাত মোশাররফকেও আলাদাভাবে যা বলার বলেছি। এরপর তাঁদের বিয়েটি আর হয়নি।