www.durbinnews.com::জানি এবং জানাই

৭ বছরের প্রেম, গুলতেকিনের বিয়ের খবর এলো হুমায়ূনের জন্মদিনে নিজস্ব প্রতিনিধি    ১৪ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ২:২১   চলতি হাওয়া বিভাগ


কাকতাল বোধহয় একেই বলে। সাবেক স্বামী হুমায়ূন আহমেদের জন্মদিনেই প্রচার হলো গুলতেকিনের বিয়ের খবর। সপ্তাহ দুই আগে কবি গুলতেকিন খান বিয়ে করেন অতিরিক্ত সচিব ও কবি আফতাব আহমেদকে। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে সে বিয়ের খবর চাউর হয়। বিয়ের পর গুলতেকিন আমেরিকায় চলে গেছেন। সহসাই দেশে তাদের বিয়ের অনুষ্ঠান হতে পারে। গুলতেকিন জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী ছিলেন। বিয়ের পর তার নাম হয়ে যায় গুলতেকিন আহমেদ। হুমায়ূন শাওনকে বিয়ে করার আগে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। তারপর সন্তানদের নিয়েই জীবন কাটছিল গুলতেকিনের। কখনো আমেরিকা কখনো ঢাকায়। নিয়মিত কবিতাও লিখছিলেন। গত ৭/৮ বছর ধরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব কবি আফতাব আহমেদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। বন্ধুত্ব ধীরে ধীরে গভীর সখ্যতা থেকে প্রেমে গড়ায়। নিয়মিত সন্তানদের নিয়েও আফতাব আহমেদের সঙ্গে তার সুন্দর সময় কাটতে থাকে। আফতাব আহমেদ তার ব্যারিস্টার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটান ১০ বছর আগে। ২৫ অক্টোবর গুলতেকিন তার ফেসবুক পেজে যৌথ ঘোষণা শিরোনাম এবার বাতাস উঠুক তুফান ছুটুক স্ট্যাটাস দেন। এতে তার প্রিয়জনরা তাকে অভিনন্দিত করেন এবং তার ভালোবাসাময় জীবনের শুভ কামনা করে অসংখ্য মন্তব্য করেন।
 এ বিভাগের অন্যান্য


দেশে মৃত্যুর মিছিলে আজ যোগ হলো ৩৫


স্বাস্থ্যের নয়া ডিজি খুরশীদ আলম


ডিজি আজাদ অধ্যায়ের সমাপ্তি


করোনার থাবায় আজও গেল ৫০ প্রাণ, নতুন শনাক্ত ২৮৫৬


এমপি পাপুলকে নিয়ে যা বললেন স্ত্রী সেলিনা


থামছেই না মৃত্যুর মিছিল, আজ ৪২


অতঃপর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ


সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পাওয়া রইজউদ্দীন কে?


শাহ্ মনজুরুল হকের পক্ষে বিপুল সমর্থন


কাদেরের কথা বুঝে আসছে না রুমিন ফারহানার


মিজানুর রহমান আজহারীর বক্তব্য শেয়ার করলেন তসলিমা নাসরিন


স্যার ফজলে হাসান আবেদ আর নেই


অমিত শাহের সঙ্গে একমত নন মোমেন


বিএনপি নেতা হাফিজ গ্রেপ্তার


হাইকোর্টের সামনে বিএনপির বিক্ষোভ, পুলিশের বাধা, গাড়ি ভাঙচুর

All rights reserved www.durbinnews.com