মিজানুর রহমান আজহারী। এসময়ের আলোচিত একজন ইসলামি বক্তা। বিভিন্নস্থানে তার মাহফিলে হাজার হাজার মানুষ উপস্থিত হচ্ছেন। আবার অনেক জায়গায় তার মাহফিলে প্রশাসন নিষেধ’জ্ঞাও জারি করছে। এই অবস্থায় বহুল আলোচিত লেখিকা তসলিমা নাসরিন মিজানুর রহমান আজহারীর একটি বক্তব্য শেয়ার দিয়েছেন। ওই বক্তব্যে মাওলানা আজহারী মূলত তসলিমা নাসরিনকে নিয়েই কথা বলেছেন। তসলিমা নাসরিন লিখেছেন, আমি নাকি রাতের অন্ধকারে 'বোরখা' পরে দেশ থেকে বেরিয়েছি। ওরা রাতের অন্ধকারে বোরখার ভেতরের মানুষকে দেখে কিভাবে? এনিওয়ে, আমি কোনওদিন বোরখা পরিনি।