www.durbinnews.com::জানি এবং জানাই

ঢাকা, ৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার

বুতেফ্লিকা, বশিরের পর কে? অনলাইন ডেস্ক    ১৬ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ১২:৫৯   সম্পাদকীয় বিভাগ


স্বল্প সময়ের ব্যবধান দুই জন একনায়কের পতন দেখেছে বিশ্ব। বৃহস্পতিবার সুদানে অবসান হয়েছে ওমর আল বশিরের ৩০ বছরের শাসনের। গত সপ্তাহেই আলজেরিয়ায় পদত্যাগ করেন আজিজ বুতেফ্লিকা। বার্তা সংস্থা এএফপি’র এক রিপোর্টে প্রশ্ন তোলা হয়েছে এরপর কে?
দুই একনায়কেরই পতন ঘটেছে প্রবল বিক্ষোভের মুখে। দ্রব্যমূল্যের উর্ধগতি আর দুনীতির বিরুদ্ধে রাস্তায় নেমে আসে জনগন। বশিরকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। যদিও সেখানকার জনগন দাবি তুলেছেন, বেসামরিক শাসনের। এই পরিস্থিতিতে সেনা প্রধানও পদত্যাগ করেছে। আলজেরিয়াতেও ভূমিকা রেখেছে সেনা বাহিনী।
ব্রাসেলসভিত্তিক বিশেষজ্ঞ মার্ক পিয়েরিনি মনে করেন, আলজেরিয়া ও সুদানের প্রেক্ষাপট এক নয়। তবে দুটি ঘটনা থেকে স্বৈরশাসক ও একনায়কদের জন্য শিক্ষণীয় বিষয় হলো গণতন্ত্র আর সবার জন্য সমান সুযোগের আকাঙ্খা পৃথিবীর সর্বত্র একই রকম।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফিক্রায় বুতেফ্লিকা ও বশির ছাড়া আরও কয়েকজন একনায়ক রয়েছেন। মরক্কোয় রাজপ্রথা চলছে। মিসর চলছে স্বৈরশাসক আবদেল ফাত্তাহ আল-সিসির নেতৃত্বে। মোহাম্মদ মুরসির সরকারকে হটিয়ে ক্ষমতায় আসেন সিসি।
বুতেফ্লিকা, বশিরের পর কে?
স্বল্প সময়ের ব্যবধান দুই জন একনায়কের পতন দেখেছে বিশ্ব। বৃহস্পতিবার সুদানে অবসান হয়েছে ওমর আল বশিরের ৩০ বছরের শাসনের। গত সপ্তাহেই আলজেরিয়ায় পদত্যাগ করেন আজিজ বুতেফ্লিকা। বার্তা সংস্থা এএফপি’র এক রিপোর্টে প্রশ্ন তোলা হয়েছে এরপর কে?
দুই একনায়কেরই পতন ঘটেছে প্রবল বিক্ষোভের মুখে। দ্রব্যমূল্যের উর্ধগতি আর দুনীতির বিরুদ্ধে রাস্তায় নেমে আসে জনগন। বশিরকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। যদিও সেখানকার জনগন দাবি তুলেছেন, বেসামরিক শাসনের। এই পরিস্থিতিতে সেনা প্রধানও পদত্যাগ করেছে। আলজেরিয়াতেও ভূমিকা রেখেছে সেনা বাহিনী।
ব্রাসেলসভিত্তিক বিশেষজ্ঞ মার্ক পিয়েরিনি মনে করেন, আলজেরিয়া ও সুদানের প্রেক্ষাপট এক নয়। তবে দুটি ঘটনা থেকে স্বৈরশাসক ও একনায়কদের জন্য শিক্ষণীয় বিষয় হলো গণতন্ত্র আর সবার জন্য সমান সুযোগের আকাঙ্খা পৃথিবীর সর্বত্র একই রকম।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফিক্রায় বুতেফ্লিকা ও বশির ছাড়া আরও কয়েকজন একনায়ক রয়েছেন। মরক্কোয় রাজপ্রথা চলছে। মিসর চলছে স্বৈরশাসক আবদেল ফাত্তাহ আল-সিসির নেতৃত্বে। মোহাম্মদ মুরসির সরকারকে হটিয়ে ক্ষমতায় আসেন সিসি।
ডি ৫, ৫৩১/বি/১ পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা
মোবাইল- 01712105339
durbinnews19@gmail.com durbinnews19@durinnews.com © 2021 durbinnews

All rights reserved www.durbinnews.com