www.durbinnews.com::জানি এবং জানাই

ইয়েমেনে ৩,৬০,০০০ শিশু মারাত্মক অপুষ্টির শিকার দূরবীন ডেস্ক    ১৬ মে ২০১৯, বৃহস্পতিবার, ১০:২৭   স্বাস্থ্য বিভাগ


মানবিক সাহায্য পৌঁছাতে রাস্তাঘাট খুলে দেয়ার জন্য ইয়েমেনে সংঘাতরত গোষ্ঠীগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিতা ফোরে। একইসঙ্গে ইয়েমেনের শিশুদের সহায়তায় এগিয়ে আসার জন্য তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে এক ব্রিফিং এ তিনি আহ্বান জানান। হেনরিতা বলেন, ইয়েমেনের শিশুরা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। সেখানে অন্তত ৩,৬০,০০০ শিশু বড় রকমের অপুষ্টির শিকার। প্রতিদিন অন্তত ৮ জন শিশু হত্যা বা যুদ্ধরত বাহিনীগুলোতে যোগদানের ঝুঁকিতে রয়েছে। এসব শিশুদের সহায়তা করার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানান।
প্রসঙ্গত, ইয়েমেনের অন্তত ৩০টি জোনে এখনও গৃহযুদ্ধ চলছে। ঘটছে প্রাণহানি। দুর্ভিক্ষ পরিস্থিতি বিরাজ করছে পুরো ইয়েমেন জুড়ে। ক্ষমতাসীন সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি জোট। সৌদি জোটের হামলায় কয়েক বছর ধরেই ইয়েমেনে মানববিক বিপর্যয় ঘটেছে। এ যুদ্ধের বর্বর শিকার হয়েছে শিশুরা। কয়েক হাজার শিশু এরই মধ্যে নিহত হয়েছে। অনেকে মারা গেছে অপুষ্টিতে ভুগে, নানা রোগে।
 এ বিভাগের অন্যান্য


ডেঙ্গুতে প্রাণ গেল আরও এক মায়ের


ডেঙ্গুর মৌসুম কি দীর্ঘায়িত হচ্ছে?


ডেঙ্গু: জ্বর সেরে গেলে যা করবেন


শিশুদের ডেঙ্গু: কিভাবে বুঝবেন, যা করতে হবে


স্ট্রোক রুখতে মেনে চলুন এসব নিয়ম


ডেঙ্গু: ডা. সাকলায়েন রাসেলের ১৩ পরামর্শ


ডেঙ্গুতে পুলিশ কর্মকর্তার মৃত্যু


বেসিনে হারপিকে মশা মরবে না, ক্ষতি হবে মানুষের


ডেঙ্গু পরীক্ষার মূল্য নির্ধারণ


ঢাবি ছাত্রের ডেঙ্গু চিকিৎসা: স্কয়ারে ২২ ঘণ্টায় বিল ১ লাখ ৮৬ হাজার টাকা


ডেঙ্গুতে আরও এক চিকিৎসকের মৃত্যু


নগরপিতার ঐতিহাসিক উক্তি-ডেঙ্গুর সংখ্যা নিয়ে ছেলেধরার মতো গুজব হচ্ছে


ইয়েমেনে ৩,৬০,০০০ শিশু মারাত্মক অপুষ্টির শিকার


বাইরে বের হ, রেপ করে ফেলবো: নারী চিকিৎসককে ছাত্রলীগ নেতার হুমকিতে তোলপাড়


চিকিৎসক অসুস্থ, তবুও সেবা থেমে নেই

All rights reserved www.durbinnews.com