www.durbinnews.com::জানি এবং জানাই

সাত বছরেও তৃতীয় বর্ষ পার হতে পারেননি ঢাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক দূরবীন ডেস্ক    ৩০ মে ২০১৯, বৃহস্পতিবার, ১১:০৪   শিক্ষা বিভাগ


বিস্ময়কর হলেও ঘটনা সত্য। সাত বছরেও অনার্সের তৃতীয় বর্ষ পার হতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ডাকসু জিএস সাদ্দাম হোসেন। তৃতীয় বর্ষ পর্যন্ত তিনি পাঁচ বার ফেল করেন। সম্প্রতি তৃতীয় বর্ষের ফলাফলেও তিনি অকৃতকার্য হন। নিয়মানুযায়ী আট বছরের মধ্যে যে কোন শিক্ষার্থীর অনার্স-মাস্টার্স শেষ হওয়ার কথা। একাধিক সূত্র দাবি করছে, সাদ্দাম হোসেন ২০১১-১২ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। প্রথম বর্ষে উত্তীর্ণ হতে তিনি তিন বছর সময় নেন। দ্বিতীয় বর্ষ উত্তীর্ণ হতে তাকে পরীক্ষা দিতে হয় দুই বার। ২০১৮ সালে তিনি তৃতীয় বর্ষে পদার্পন করেন। বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, সাদ্দাম হোসেনের ছাত্রত্ব এখন ঝুঁকির মধ্যে থাকার কথা।

All rights reserved www.durbinnews.com