মোস্তফা কামাল সাগর ৩১ মে ২০১৯, শুক্রবার, ১২:৫৫ সাহিত্য বিভাগ
গরীবের আর ঈদ - যদি কেউভাবলো এমন করে এই অনুভব ভেসে যাবেপ্রবল খুশির তোড়ে! ধৈর্য ধরে সারা মাসে সিয়াম পালন শেষে, বঞ্চিত কার হতে চাওয়া পুরস্কারে এসে?দারুণ অনুগ্রহ পেতে হয় অপারগ যদি,পরিণামে আক্ষেপে সেপুড়বে নিরবধি।