www.durbinnews.com::জানি এবং জানাই

মোগলরাই ভারতকে ধনী বানিয়েছে দূরবীন ডেস্ক    ১৬ জুলাই ২০১৯, মঙ্গলবার, ৩:৩৫   অফবিট বিভাগ


স্বরা ভাস্কর। বলিউডের আলোচিত অভিনেত্রী। সবসময়ই নানা ইস্যুতে খোলামেলা মতামত দিয়ে থাকেন। কথা বলেন, রাজনীতি, সামাজিক, অর্থনৈতিক নানা ইস্যুতে। এ ব্যাপারে কখনই তিনি তার অবস্থান পরিবর্তন করেননি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্বরা ভাস্কর এমন একটি প্রবন্ধ শেয়ার করেন যা নিয়ে ভারতে বিপুল আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা তাদের মতামত দিচ্ছেন। স্বরা ভাস্করের শেয়ার করা নিবন্ধে বলা হয়েছে, মোগলরা বিজয়ী হিসাবে ভারত এসেছিলেন। কিন্তু তাঁদের ঔপনিবেশিক হিসেবে নয় বরং ভারতীয় হিসাবেই মনে রাখা হয়েছে। তাঁরা ভারতে বাণিজ্যকে গতি দিয়েছিলেন, উন্নত রাস্তা, সমুদ্রপথ, বন্দর বানিয়েছিলেন। মোগলদের আমলে হিন্দুরা সবচেয়ে ধনী ছিল। প্রসঙ্গত, নরেন্দ্র মোদির শাসনামলে ভারতে মুসলিমদের নানামুখী নিপীড়নের মোকাবেলা করতে হচ্ছে। প্রায়শ’ই নানা তুচ্ছ কারণ দেখিয়ে অনেক স্থানে মুসলিমদের মারধোর করা হয়। ভারতের মুসলিম শাসকরাও মোদি জমানায় সমালোচিত। তাদের চিহ্ন মুছে দেয়ার জন্য নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে ভারতে।

All rights reserved www.durbinnews.com