বাংলা সাহিত্যের রাজপুত্র হুমায়ূন আহমেদ। যেখানে হাত দিয়েছেন সেখানেই সোনা ফলেছে। প্রিয় লেখকের চলে যাওয়ার সাত বছর হলো। কিন্তু হুমায়ূন আহমেদের প্রতি ভালোবাসা, মোহ বাঙালির আজও কমেনি। তার নানা বানী এখনও শোভা পায় সর্বত্র। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালোবেসে তরুণ প্রজন্ম আজও ছড়িয়ে দেন তার কথা। হুমায়ূন লিখে গেছেন, দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না। কী আশ্চার্য সত্য!