জামায়াতের রাজনীতির কার্যত বৈধতা নেই। দলটির শীর্ষ নেতাদের প্রায় সবারই সাজা কার্যকর হয়েছে মানবতাবিরোধী অপরাধের মামলায়। দলটির নতুন নেতৃত্ব রয়েছেন আত্মগোপনে। এই অবস্থায় পরিস্থিতি শামাল দিতে নতুন দল গঠনের কার্যক্রম ধীর গতিতে হলেও এগিয়ে যাচ্ছে জামায়াতের ভেতরে। জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি কমিটি এ নিয়ে কাজ করছে। তারা চূড়ান্ত কোন সুপারিশমালা তৈরি না করলেও একাধিকবার বৈঠকে মিলিত হয়েছে। যদিও দলটির বেশিরভাগ নেতাই মনে করেন, নতুন কোন রাজনৈতিক দল গঠনের পরিবেশ বর্তমানে নেই।
নতুন দল গঠন হলে কে হবেন নেতা তা নিয়েও জামায়াতের ভেতর আলোচনা রয়েছে। মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে এমন কোন নেতাকে দলে রাখা হবে না। একাধিক সূত্র বলছে, মিয়া গোলাম পরওয়ারেরই নতুন দলের আমির হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সাবেক এই সংসদ সদস্য বর্তমানে জামায়াতের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। আরেক নায়েবে আমির এটিএম মাসুমের নামও আলোচনায় রয়েছে নতুন সংগঠনের শীর্ষ নেতা হিসেবে। সেক্রেটারি হিসেবে আলোচনায় রয়েছে রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আযাদের নাম। তারা দুই জনই ঢাকা মহানগর জামায়াতের শীর্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিবিরের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।