জয়া আহসান। বাংলাদেশের সীমান্ত পেরিয়েও এখন তার বিপুল জনপ্রিয়তা। কলকাতার খ্যাতিমান অভিনেত্রীরাও হেরে যাচ্ছেন তার জনপ্রিয়তার কাছে। জয়াকে নিয়ে রহস্যের শেষ নেই। তার বয়স আর বয়ফ্রেন্ডকে নিয়েও নানা আলোচনা। জয়ার কি বয়স বাড়ছে না। নাকি উপন্যাসের কোন চরিত্রের মতো দাঁড়িয়ে আছে ঠিক এক জায়গায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়ার ভক্তরা প্রায়ই এ নিয়ে বিতর্কে মাতেন। কত বছর ধরে ঠিক একই রকম আছেন জয়া। তিনি নিজে অবশ্য খোলাসা করেন না তার বয়স ঠিক কত! বয়ফ্রেন্ডও বা কে এ নিয়েও তিনি মুখ খুলেন না। সম্প্রতি জয়া আলোচনায় এসেছেন অন্য একটি কারণে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পোস্ট করা দুটি ছবি নিয়ে চলছে বিপুল আলোচনা। ভক্তরা প্রশংসায় মাতছেন তার রূপের। কেউ কেউ আবার সমালোচনাও করছেন। বলছেন, ছবি দুটো অশ্লিল।