কেউ কেউ বলে থাকেন ভারত নাকি বৃহত্তম গণতান্ত্রিক দেশ। কিন্তু গণতন্ত্রের কী নমুনা সেটা এখন প্রায় প্রতিনিয়তই দেখা যাচ্ছে। কাশ্মীরের জনগণের কোন মতামত না নিয়েই তাদের অধিকার খর্ব করেছেন নরেন্দ্র মোদী। পুরো কাশ্মীরকেই তিনি বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলেছেন। এখন তার সমালোচনা করায় গ্রেপ্তার করা হলো একজন সুপরিচিত কাশ্মীরি নেতাকে। বিবিসি’এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত শাসিত কাশ্মীরের একজন সুপরিচিত রাজনীতিবিদকে, যিনি আগে কূটনীতিক ছিলেন, দিল্লিতে গ্রেফতার করে কাশ্মীরে পাঠানো হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। শাহ ফয়সালকে বুধবার দিল্লি বিমানবন্দরে আটক করা হয়। সেসময় তিনি একটি বিমানে উঠতে যাচ্ছিলেন। কাশ্মীর অঞ্চলে আটক অবস্থায় রয়েছে শত শত নেতা, ঐ তালিকায় যুক্ত হলেন শাহ ফয়সালও।
কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার সিদ্ধান্ত ঘোষণার আগেই এসব নেতাদের অধিকাংশকে গ্রেফতার করা হয়। ভারতের কর্তৃপক্ষ দাবি করেছে ঐ অঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরণের অভিযান পরিচালনা করতে হয়েছে তাদের। ভারতীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআইয়ের পক্ষ থেকে প্রকাশিত খবরে বলা হয়, বুধবার দিল্লি থেকে তুরস্কে যাওয়ার উদ্দেশ্যে একটি বিমানে ওঠার সময় গ্রেফতার হন শাহ ফয়সাল। ভারত শাসিত কাশ্মীরের কোন অঞ্চলে তাকে নিয়ে যাওয়া হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে স্থানীয় গণমাধ্যম থেকে বলা হচ্ছে তাকেও গৃহবন্দী করা হয়েছে। কিন্তু বিবিসি এই তথ্য যাচাই করতে সক্ষম হয়নি। মঙ্গলবার বিবিসি'র হার্ডটক অনুষ্ঠানের সাথে কথা বলার সময় মি. ফয়সাল গ্রেফতার হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, আমি লজ্জিত যে, এমন একটা সময় আমি বাইরে রয়েছি যখন কাশ্মীরের সব নেতাই আটক রয়েছেন। ঐ অনুষ্ঠানে মি. ফয়সাল বলেছিলেন যে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়ে মি. মোদী প্রকাশ্য দিবালোকে সংবিধানকে হ ত্যা করেছেন।