সুসংবাদ এলো যুক্তরাষ্ট্র থেকে। মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান নাসায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের মেয়ে মাহজাবিন হক। তিনি প্রথম বাংলাদেশি নারী হিসেবে ১লা সেপ্টেম্বর প্রতিষ্ঠানটিতে কাজ শুরু করেন। মাহজাবিন হক চলতি বছর মিশিগানের ওয়েন স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রি নেন। সেখানে পড়াকালীন দুদফায় টেক্সাসের হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে ইন্টার্নশিপ করেন। মাহজাবিন হকের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কদমরসুলে। বাবা সৈয়দ এনামুল হক পূবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার। পেইন্টিং ও ডিজাইনে পারদর্শী মাহজাবিন ২০০৯ সালে মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে যান। বাবা সৈয়দ এনামুল হক কর্মস্থল সিলেটে ফিরে এলেও মা ফেরদৌসী চৌধুরী ও একমাত্র ভাই সৈয়দ সামিউল হক মাহজাবিনের সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সৈয়দ সামিউল হক ইউএস আর্মিতে কর্মরত। মেয়ের সাফল্যে গর্বিত বাবা এনামুল হক বলেন, দুদফায় ৮ মাস দুটি গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করার পর আমার মেয়ে নাসা, আমাজনসহ বিশ্বের অনেক খ্যাতনামা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পায়। শেষ পর্যন্ত সে নাসাকেই বেছে নিয়েছে। বাবা হিসেবে এর চেয়ে পাওয়া আর কিছুতে নেই।